কালুখালী ডটকম

এক নজরে কালুখালী

নিকারে ৯৪তম বৈঠকের সিদ্ধান্তে উপজেলা গঠিত হয়। ১৬ নভেম্বর ২০০৯ খ্রি. তারিখ প্রজ্ঞাপন জারী হয়। প্রজ্ঞাপন নং স্থাসবিউপ-২/সি-১/২০০৯/৭৯৪। পাংশা উপজেলার ০৭ টি ইউনিয়ন যথাক্রমে (১) রতনদিয়া (২) কালিকাপুর (৩) বোয়ালিয়া (৪) মাঝবাড়ী (৫) মদাপুর (৬) মৃগী (৭) সাওরাইল ইউনিয়নসমূহ নিয়ে “কালুখালী” উপজেলা ঘোষিত হয়। ২০১০ সালের জুন মাসে প্রাথমিকভাবে রতনদিয়া  ইউনিয়ন পরিষদে ও ২০১৪ সালে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবণে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। নির্বাচনী এলাকাঃ রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি)

উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস

কালুখালী উপজেলা (রাজবাড়ী জেলা) আয়তন: ১৬৮.৮১ বর্গ কিমি। অবস্থান:২৩°৩৯´ থেকে ২৩°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২১´ থেকে ৮৯°৩৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুজানগর উপজেলা, দক্ষিণে শ্রীপুর এবং বালিয়াকান্দি উপজেলা, পূর্বে বালিয়াকান্দি এবং রাজবাড়ী সদর উপজেলা, পশ্চিমে পাংশা উপজেলা।

জনসংখ্যা ১৫৫০৪৪; পুরুষ ৭৭২০৫, মহিলা ৭৭৮৩৯। মুসলিম ১৪৩১৪৪, হিন্দু ১১৮৪১, খ্রিস্টান ১৫ এবং অন্যান্য ৪৪।

জলাশয় প্রধান নদী: পদ্মা, গড়াই ।

প্রশাসন ২৪ সেপ্টম্বর ২০০৬ সালে পাংশা উপজেলার কিছু অংশ নিয়ে কালুখালী উপজেলা গঠিত হয়।

ফটো গ্যালারী