কালুখালী উপজেলা (রাজবাড়ী জেলা) আয়তন: ১৬৮.৮১ বর্গ কিমি। অবস্থান:২৩°৩৯´ থেকে ২৩°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২১´ থেকে ৮৯°৩৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুজানগর উপজেলা, দক্ষিণে শ্রীপুর এবং বালিয়াকান্দি উপজেলা, পূর্বে বালিয়াকান্দি এবং রাজবাড়ী সদর উপজেলা, পশ্চিমে পাংশা উপজেলা।
জনসংখ্যা ১৫৫০৪৪; পুরুষ ৭৭২০৫, মহিলা ৭৭৮৩৯। মুসলিম ১৪৩১৪৪, হিন্দু ১১৮৪১, খ্রিস্টান ১৫ এবং অন্যান্য ৪৪।
জলাশয় প্রধান নদী: পদ্মা, গড়াই ।
প্রশাসন ২৪ সেপ্টম্বর ২০০৬ সালে পাংশা উপজেলার কিছু অংশ নিয়ে কালুখালী উপজেলা গঠিত হয়।